২৬ জুলাই ঢাকা-চট্টগ্রামে ব্যাংক খোলা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা এবং চট্টগ্রামে তফসিলি ব্যাংকের শাখাগুলো ২৬ জুলাই শনিবার খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 02:35 PM
Updated : 17 July 2014, 02:35 PM

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে ঈদের আগে সরকারি ছুটির দিনে এসব এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এবিষয়ে একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে বিজিএমইএ-এর অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাসমূহের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৬ জুলাই শনিবার খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে।

“ছুটির দিন হওয়ায় অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদের সম্মানজনক যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্যও পরামর্শ দেয়া যাচ্ছে।”

মঙ্গলবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে ২৬ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়।