পুঁজিবাজারে বেড়েছে সূচক

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2014, 10:22 AM
Updated : 16 July 2014, 10:22 AM

বূধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৯ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ২৫৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৩ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৪১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৩ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকায়, যা আগের দিনের সমান।

বূধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৫ পয়েন্ট হয়েছে।

এর আগে গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক কমে ৭৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার শেয়ার।