পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2014, 08:56 AM
Updated : 15 July 2014, 12:09 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৩ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ১৯৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩৭ পয়েন্ট কমে ৮ হাজার ২৯১ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে এক হাজার ৫৯৫ পয়েন্ট হয়েছে।

এর আগে গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক কমে ৭৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার শেয়ার।

অবশ্য আগের তিন সপ্তাহে ডিএসই’র সার্বিক সূচক বেড়েছিল ২৮ পয়েন্ট। আর দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৩২২, ২৮৭ এবং ২৭৯ কোটি টাকার শেয়ার।