পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2014, 10:24 AM
Updated : 13 July 2014, 10:25 AM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৪ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ১৫০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ২৭ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩৪ পয়েন্ট কমে ৮ হাজার ২৯৩ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ১৪ কোটি টাকায়, যা আগের দিনের সমান।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৯৫ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক কমেছে ৭৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার শেয়ার।

আগের তিন সপ্তাহে ডিএসই’র সার্বিক সূচক ২৮ বাড়ে। তিন সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয়েছিল  ৩২২, ২৮৭ এবং ২৭৯ কোটি টাকার শেয়ার।