ওয়ালটন পণ্যে ছয়মাসের সুদমুক্ত কিস্তি

ক্রেতাদের সুবিধায় পণ্য কিনতে সুদমুক্ত কিস্তির সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2014, 05:06 PM
Updated : 12 July 2014, 05:06 PM

শনিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটনের মোবাইলফোন সেট ছাড়া ন্যূনতম সাড়ে আট হাজার টাকা মূল্যের যেকোনো পণ্য এখন থেকে ছয় মাসের সুদমুক্ত কিস্তিতে পাওয়া যাবে, যা আগে চার মাসের কিস্তিতে পাওয়া যেতো।

“দেশজুড়ে ওয়ালটনের সব বিক্রয় কেন্দ্রে এই সুযোগ পাওয়া যাবে।”

প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন বলেন, “দেশের সব শ্রেণি-পেশার মানুষের ঘরে মান সম্পন্ন পণ্য পৌঁছে দেয়ার উদ্দেশেই তাদের ইলেকট্রনিক্স ও অটোমোবাইল পণ্য বিপণনে এধরনের সুযোগ দেয়া হয়েছে।”

৯ জুলাই থেকে ক্রেতারা সহজ কিস্তির এই সুবিধা পাচ্ছেন, যা আগামী বছরের ২৫ এপিল পর্যন্ত অব্যাহত থাকবে।

এর বাইরে সর্বোচ্চ ২৫ মাসের সহজ কিস্তিতে পণ্য কেনার আগের সুবিধাও যথারীতি বহাল থাকবে বলে জানান কর্মকর্তা কামাল।