পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 09:31 AM
Updated : 24 April 2014, 09:31 AM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়ায়।

এদিন হাতবদল হয় প্রায় ৬৭৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২৬ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেড়ে ৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৩ পয়েন্ট হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২২টির দাম বেড়েছে, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২১ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে  ডিএসই সূচক ১০৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৯৫ কোটি টাকা। আর সিএসইতে ২১৪ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।