এডিএনের ওয়াইম্যাক্স এখন ব্যক্তি পর্যায়ে

গ্রামীণফোনের অবকাঠামো ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে ব্যক্তিগত পর্যায়ে ওয়াইম্যাক্স সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 01:34 PM
Updated : 23 April 2014, 01:34 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ, অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম এবং গ্রামীণফোনের কারিগরী বিভাগের উপপরিচালক এমদাদদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এডিএনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “আমরা অনেক আগে থেকেই দেশে ইন্টারনেট সেবা দিয়ে আসছি। তবে অবকাঠামোগত সমস্যার জন্য সরাসরি ব্যক্তিগত পর্যায়ে পৌঁছাতে পারিনি, এতোদিন কোম্পানিগুলোকে সেবা দিয়ে এসেছি।

“এখন আমরা গ্রামীণফোনের অবকাঠামো ব্যবহার করে দেশে একটি যুগান্তকারী সার্ভিস চালু করতে পারব।”

এ ওয়াইম্যাক্স সেবার নাম দেয়া হয়েছে ‘গো’।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান দুটি ওয়াইম্যাক্স সেবা দিতে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করবে।

 

এছাড়া বাজারজাতের জন্যও গ্রামীণফোনের বিপণন ও বিতরণ চ্যানেল ব্যবহার করা হবে।

প্রাথমিকভাবে ৪২৩২ টাকা দিয়ে ১ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এছাড়া ৫৫০ টাকায় ৫১২ কেবিপিএস গতির ৩ জিবির প্যাকেজ থাকছে। মডেম কিনতে দিতে হবে ২৪৫০ টাকা।