‘ভয়েস ব্লগিং’ চালু করল রবি

গ্রাহকদের জন্য ‘রবি কথাবার্তা’ নামে ভয়েস ব্লগিং সুবিধা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 07:38 PM
Updated : 22 April 2014, 07:39 PM

রবি কথাবার্তা ইন্টারেকটিভ ভয়েস সার্ভিস (আইভিআর) ভিত্তিক একটি ভয়েস ব্লগিং সার্ভিস, যার মাধ্যমে রবি গ্রাহকরা তাদের বিশেষ অভিজ্ঞতা জানাতে পারবেন।

রবি গ্রাহকরা ভয়েস ব্লগারদের রেকর্ড করা অভিজ্ঞতা শোনার সুযোগ পাবেন।

পহেলা বৈশাখের অভিজ্ঞতার নিয়ে এ ব্লগের যাত্রা শুরু হয়েছে বলে মঙ্গলবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের জন্য বাংলাদেশের বিভিন্ন উৎসব ঘিরে রবির বিভিন্ন ক্যাম্পেইনের রবি কথাবার্তা ব্লগটি সাজবে নতুন নতুন গ্রাহকদের অভিজ্ঞতার ঝুলি নিয়ে।

গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া পহেলা বৈশাখের অভিজ্ঞতা বিষয়ে রবি গ্রাহকদের ব্লগিং চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

এরপর পহেলা বৈশাখের শীর্ষ ১০টি গল্প বাছাই করা হবে। বিজয়ীরা অভিনেত্রী-মডেল মেহজাবিন চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

রবি কথাবার্তা নিয়মিত সাবসক্রিপশন ভিত্তিক সেবা নয়। এতে অ্যাক্টিভ ও ডিঅ্যাক্টিভ প্রক্রিয়া নেই। পে-অ্যাজ-ইউ-গো মডেলে ব্যবহার করতে হবে।

রবি গ্রাহকরা ৩১৩১ নম্বরে ডায়াল করে সেবাটি উপভোগ করতে পারবেন।