পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 11:34 AM
Updated : 22 April 2014, 11:34 AM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়ায়।

এদিন হাতবদল হয় প্রায় ৩৯১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা কমে ২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯৭ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৯০টির দাম বেড়েছে, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৪ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে  ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে,দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।