পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 11:19 AM
Updated : 20 April 2014, 11:19 AM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৬ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৩৯৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কমে ৩১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৮০ পয়েন্ট হয়েছে।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৮২টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৯ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে,দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৪৩৭ কোটি টাকা। আর সিএসইতে ২৩ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩৫ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৫১০ কোটি টাকা। আর সিএসইতে ৫৮ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৪০ কোটি টাকা।

গত তিন সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট বেড়েছে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৩২৫ কোটি টাকা। আর সিএসইতে ২২ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৯ কোটি টাকা।