কোরিয়ায় শ্রমিক রপ্তানির নতুন চুক্তি আগামী মাসে 

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে মে মাসে নতুন চুক্তি হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 05:04 PM
Updated : 16 April 2014, 05:04 PM

বুধবার প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় কোরিয়ার রাষ্ট্রদুত লি ইয়ুন ইয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান, শ্রমিক নেয়ার ব্যাপারে কোরিয়ার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ১৪ জুন।

“তবে এর আগেই আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন চুক্তি হবে।”

শ্রমিক রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নতুন চুক্তিতে কিছু নির্দেশণাও থাকবে বলে জানান খন্দকার মোশাররফ।

“কোরিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফেরত আনা, ভবিষ্যতে অবৈধ অভিবাসন ঠেকাতে পদক্ষেপ নেয়া, চাকরি তালিকা অনুযায়ী বয়স ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।”

এ পর্যন্ত প্রায় ১০ হাজার বাংলাদেশি কোরিয়া গেছেন, যাদের ১১ ভাগ সেখানে অবৈধভাবে অবস্থান করছে বলে দেশটি দাবি করেছে।

বাছাই তালিকায় থাকার পরও কোরিয়ায় যেতে না পারা শ্রমিকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করার বিষয়ে মন্ত্রী বলেন, “তালিকার পেছনে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেকেই আগে কোরিয়ায় গেছে। একারণে আমাদের কিছু করার ছিল না।

“তবে নতুন চুক্তিতে এমন কিছু শর্ত দাবি করবো, যাতে তাদেরকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে না হয়।”

কোরিয়া বিভিন্ন দেশ থেকে ৬টি খাতের শ্রমিক নিলেও বাংলাদেশ থেকে শুধু কারখানা শ্রমিক নেয়।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সবগুলোর খাতের জন্য শ্রমিক নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

চলমান চুক্তির আওতায় কোরিয়া প্রতিবছর বাংলাদেশ থেকে ২ হাজার শ্রমিক নিলেও এ বছর ৭০০ শ্রমিক বেশি শ্রমিক নেবে বলে জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণ সচিব খন্দকার শওকত হোসেন, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার এসময় উপস্থিত ছিলেন।