ডিএসইতে লেনদেন নিষ্পত্তির সময় কমছে

পূর্বঘোষণা অনুযায়ী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:39 PM
Updated : 15 April 2014, 05:05 PM

বুধবার থেকে ডিএসইর লেনদেন টি+২ ব্যবস্থা চালু হবে বলে মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

বর্তমানে ডিএসইর লেনদেনে টি+৩ ব্যবস্থা চালু আছে। এই ব্যবস্থায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তি করতে তিন দিন লাগে। অর্থাৎ, কোনো ক্রেতা ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার পর চতুর্থ কার্যদিবসে তিনি তা বিক্রি করতে পারতেন।

নতুন ব্যবস্থায় লেনদেন দুদিনেই নিষ্পত্তি হবে। ফলে, ক্রেতা চাইলে শেয়ার কেনার তৃতীয় কার্যদিসেই তা বিক্রি করতে পারবেন।

গত ২৩ জানুয়ারি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়।