দুই পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের শুরুতে ডিএসইতে ব্যাহত লেনদেন এবং নববর্ষের ছুটির পর তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 11:48 AM
Updated : 15 April 2014, 11:48 AM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৬০৭ পয়েন্ট হয়েছে।

লেনদেনও আগের দিনের চেয়ে ৩২৩ কোটি টাকা বেড়ে হাতবদল হয় প্রায় ৫৪৭ কোটি টাকার শেয়ার।

রোববার কারিগরি ত্রুটির কারণে লেনদেন প্রায় পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে নামে। লেনদেনও আগের দিনের চেয়ে ১৯৭ কোটি টাকা কমে প্রায় ২২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

সোমবার বাংলা নববর্ষের ছুটিতে পুঁজিবাজার বন্ধ ছিল।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন প্রায় নয় কোটি টাকা বেড়ে ৩৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ২৭ পয়েন্ট বেড়ে আট হাজার ৮৯৩ পয়েন্ট হয়।

এদিনে ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৩ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়েছে, দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৫১০ কোটি টাকা। আর সিএসইতে ৫৮ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৪০ কোটি টাকা।