পৌনে ৩ ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু

কারিগরি ত্রুটির কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুনরায় লেনদেন শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 07:37 AM
Updated : 13 April 2014, 08:37 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সার্ভার নেটওয়ার্কে কিছু সমস্যা দেখা দেয়ায় লেনদেন স্থগিত করা হয় বলে

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ  জানান।

পরে সার্ভার ঠিক হওয়ায় বেলা সোয়া ১টায় ফের লেনদেন শুরু হয় বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়।

প্রতিদিন বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চললেও রোববার বিকাল সোয়া ৩টা পর্যন্ত লেনদেন চলবে বলে ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে।