কক্সবাজারে চালু হলো এয়ারটেলের থ্রিজি সেবা

বিভাগীয় শহরগুলোর পরে কক্সবাজারেও চালু হয়েছে এয়ারটেলের তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 04:17 PM
Updated : 10 April 2014, 04:17 PM
বৃহস্পতিবার কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে এয়ারটেল থ্রিজি সেবার উদ্বোধন করা হয়।

কক্সবাজারের মেয়র সারোয়ার কামাল ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যাবস্থাপনা পরিচালক ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কথোপকথনের মাধ্যমে থ্রিজি সেবার উদ্বোধন করেন।

এখন থেকে এয়ারটেল গ্রাহকরা কক্সবাজারের বিমানবন্দর, বিমানবন্দর সড়ক, লাবণী পয়েন্ট বিচ, হোটেল মোটেল জোন, লাবণী পয়েন্ট বিচ এর সংলগ্ন এলাকা, ৩৩২ মধ্য বাহারছড়া, সায়মন রোড, কে সি দে রোড- বন অধিদপ্তরের সামনে, কলাতলী আবাসিক এলাকা, মেরিন ড্রাইভ রোড, কলাতলী, হোটেল লজ হ্যাচারী রোড, ঝিলংজা, নিউ বিচ রোড এবং মোটেল রোড এলাকায় থ্রিজি সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট আবু মোরশেদ চৌধুরী, এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার রাজনীশ কওল ও চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী।