বিএসইসির চেয়ারম্যানসহ কমিশনারদের চুক্তির মেয়াদ বাড়লো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও চার কমিশনারের চুক্তির মেয়াদ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 02:32 PM
Updated : 10 April 2014, 02:32 PM

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের চুক্তির মেয়াদ বাড়িয়ে আলাদা আদেশ জারি করেছে।

২০১১ সালের ২৩ অগাস্ট বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনারদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসনের চুক্তির মেয়াদ চার বছরের জন্য বাড়ানো হয়েছে। আগামী ১৫ মে অথবা তার যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

কমিশনারদের মধ্যে মো. হেলাল উদ্দিন নিজামী ও আরিফ খানের চুক্তির মেয়াদও চার বছর বাড়ানো হয়েছে।

আমজাদ হোসেনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত।

আর আ. সালাম সিকদারের চুক্তির মেয়াদ ২০১৭ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।