চলতি মাসেই আইএলওর আর্থিক সহায়তা পাবে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কল্যাণ ট্রাস্টের আর্থিক সহযোগিতা আগামী ২৪ এপ্রিলের মধ্যে দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 01:34 PM
Updated : 10 April 2014, 01:36 PM

বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘রানা প্লাজা ধ্বস: পরবর্তী পদক্ষেপ ও তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থার বাংলাদেশ প্রধান শ্রীনিবাস রেড্ডি।

শ্রীনিবাস বলেন, “দুর্ঘটনার পর যুক্তরাজ্যের খুচরা পোশাক বিক্রেতা ‘প্রাইমার্ক’ ক্ষতিপূরণের টাকা দিয়েছিল। এর মধ্যে থেকে কিছু টাকা আগেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দেয়া হয়েছে। বাকী টাকা ২৪ এপ্রিলের মধ্যে দিয়ে দেয়া হবে।”

ভবন ধসের পর পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কিছুটা অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

“আইএলও, অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের প্রতিনিধিরা এ পর্যন্ত প্রায় ৬০০ কারখানা পরিদর্শন করেছেন, যেগুলোর মধ্যে বেশির ভাগেরই মান ভালো।

“অনেকগুলো কারখানায় ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছে। ধীরে ধীরে অবস্থার আরো পরিবর্তন হবে।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, রানা প্লাজা ধসের এক বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের কর্মপরিবেশ অনেকটা উন্নত হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনার পর রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে গৃহিত পদক্ষেপগুলোর ফলে শ্রমিকদের কর্মপরিবেশ ফিরেছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি সানাউল্লাহ আজিমসহ ১৪টি দেশের কূটনৈতিক প্রতিনিধি।