সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকার পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2014, 11:35 AM
Updated : 9 April 2014, 11:35 AM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৪ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৫৩৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কমে ৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ১ পয়েন্ট কমে ৮ হাজার ৮৭২ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৪০টির দাম বেড়েছে, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৫ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ১১৩ পয়েন্ট বেড়েছে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৩৮০ কোটি টাকা। আর সিএসইতে ১৮৬ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩১ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।