পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2014, 12:25 PM
Updated : 8 April 2014, 12:25 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৭ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৬২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২১ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়ে ৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ৮৭৩ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৭৫টির দাম বেড়েছে, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৮২ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসই সূচক ১১৩ পয়েন্ট বেড়েছে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ৩৮০ কোটি টাকা। আর সিএসইতে ১৮৬ পয়েন্ট সূচক বেড়ে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৩১ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।

লভ্যাংশ ঘোষণা

শেয়ার হোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে  রেকিট বেংকাইজার লিমিটেড।

শেয়ার হোল্ডারদের জন্য ৫.২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে ফ্যাস ফাইনান্স লিমিটেড।