বইমেলাতেও ‘বিকাশ’

অমর একুশে বইমেলার ৭৭টি প্রকাশনা সংস্থার স্টল থেকে ব্র্যাক ব্যাংকের মোবাইল আর্থিকসেবা ‘বিকাশ’ এর মাধ্যমে বই কেনা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2014, 02:16 PM
Updated : 6 Feb 2014, 02:19 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে ‘বিকাশ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, “এটা বইমেলায়  আগতদের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা হবে।”

এতে কারো সঙ্গে নগদ টাকার ঘাটতি থাকলে তিনি অন্য যে কোনো বিকাশ ব্যবহারকারী থেকে তার নিজের অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে পছন্দের বইটি কিনতে পারবেন। 

বাংলাদেশে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন সেবা ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোবাইল ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ৩১ লাখ। এর মধ্যে ৮৫ ভাগ গ্রাহকই লেনদেনের কাজে ‘বিকাশ’ অ্যাকাউন্ট ব্যবহার করেন।