সাভারে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা অন্য শাখায় সেবা পাবেন

ফাটল দেখার পরে মঙ্গলবার সাভারের রানা প্লাজায় ব্র্যাক ব্যাংকের শাখাটি ‘খালি’ করায় কোনো ব্যাংককর্মীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2013, 11:30 AM
Updated : 24 April 2013, 12:00 PM

ফাটল দেখার পরে মঙ্গলবার সাভারের রানা প্লাজায় ব্র্যাক ব্যাংকের শাখাটি ‘খালি’ করায় কোনো ব্যাংককর্মীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ভবনটি ধসে শতাধিক মানুষ নিহত হওয়ার পর বুধবার ব্র্যাক ব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ব্র্যাক ব্যাংকের সাভার শাখার কার্যক্রমও বন্ধ থাকবে।সাভার শাখার গ্রাহকরা নিকটবর্তী গণকবাড়ী অথবা তাদের সুবিধাজনক যে কোনো শাখায় সেবা নিতে পারবেন।

এছাড়া ব্র্যাক ব্যাংকের যে কোনো এটিএম অথবা অমনিবাস/ভিসা/মাস্টারকার্ডযুক্ত এটিএম-এ সার্বক্ষণিক সেবা পাবেন সাভার শাখার গ্রাহকরা।

এছাড়া এই শাখার গ্রাহকদের আমানত ও অন্যান্য বিনিয়োগের সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তাও দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সাভার শাখা নিয়ে যে কোনো তথ্য জানতে ব্যাংকটির কল সেন্টার ১৬২২১ ছাড়াও ০১৭১১৫৪০৫৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসের ঘটনায় আহত হন ছয় শতাধিক মানুষ।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় চারটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়।

রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছেন।