বাংলাদেশে ‘পেপাল’ চালু মে মাসে

দেড় মাসের মধ্যে বাংলাদেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের সহজ পদ্ধতি পেপাল ‘পেপাল’ চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট,প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2013, 04:28 AM
Updated : 4 April 2013, 04:29 AM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সিলেটে ই-বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সিলেটের মোহাম্মদ আলী জিমন্যাসিয়ামে আয়োজিত ওই মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী দেড় মাসের মধ্যে দেশে চালু হবে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি পেপাল। এখন দেশে অনেক প্রতিষ্ঠান ই-কমার্সের মাধ্যমে লেনদেন করছে। মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে।”

তবে বর্তমান সরকারের মেয়াদে ই-গভর্মেন্ট করা সম্ভব হবে না বলে জানান অর্থমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল।

এবারই প্রথম সিলেটে ই-বাণিজ্য মেলার আয়োজন করা হলো। তিন দিনব্যাপী এ মেলা সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলার আয়োজক সিলেট জেলা প্রশাসন ও মাসিক কম্পিউটার জগৎ। মেলায় অনলাইনে কেনাবেচার ও সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টিরও বেশি স্টল রয়েছে।