উবার, পাঠাও, স্যামের পর এবার এল ‘বাহন’

ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলের রাইড শেয়ারিং সেবা নিয়ে ঢাকার রাস্তায় নামছে ‘বাহন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 03:45 PM
Updated : 26 Sept 2017, 03:56 PM

বুধবার সকাল থেকেই নগরবাসী বাহনের অ্যাপ ব্যবহার করে মোটর সাইকেল অথবা প্রাইভেটকার সেবা পাবেন বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সানাউল্লাহ মোরশেদ।

আগে থেকে চালু থাকা উবার, স্যাম ওপাঠাওয়ের মতো সার্ভিসগুলোর সঙ্গে যাত্রীসেবার প্রতিযোগিতায় নামতে যাত্রী ও নিবন্ধিত চালকদের জন্য বেশ কিছু সুযোগ ও মূল্যছাড় দিয়েছে বাহন।

২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকায় ব্যক্তিগত যানবাহন দিয়ে যাত্রীসেবা দেওয়া শুরু করে মোবাইল অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান উবার। এরপর একইভাবে মোটর সাইকেলে যাত্রীসেবা দেওয়া শুরু করে পাঠাও ও স্যাম। দ্রুতই এগুলো জনপ্রিয় হয়ে ওঠে।

মোরশেদ জানান, বাহনের অ্যাপ ইতোমধ্যেই প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমেও এর সেবা নেওয়া যাবে।

“এর ‘ট্র্যাক রাইড’ ফিচারের মাধ্যমে যাত্রীরা পরিবার অথবা বন্ধুদেরকে চলতি পথে তাদের অবস্থান জানাতে পারবেন, যা যাত্রী নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।”

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের বিলাসী সেবা পূরণের জন্য বাহনের রয়েছে প্রিমিয়াম সার্ভিস। আর বাহনের ইকোনমিতে পাবেন সুলভমূল্যে আরামদায়ক সার্ভিস।

এছাড়াও থাকছে বাহন বাইক সার্ভিস, যাতে মোটরসাইকেল সেবা নেওয়া যাবে।