নিত্য প্রয়োজনীয় পণ্যে ছাড় দিচ্ছে দারাজ

দেশের ২০টি জেলায় চাল, ডাল, তেল, ময়দা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়া দিচ্ছে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমবিডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 10:39 AM
Updated : 26 Sept 2017, 11:16 AM

মঙ্গলবার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে ‘মাসের বাজার’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে শুরু হবে এই ‘গ্রোসারি মহোৎসব’, যা চলবে শুক্রবার পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, দিনাজপুর, ফেনীসহ মোট ২০টি জেলায় থাকবে এই ছাড়।

পুষ্টির ১ লিটার সয়াবিন তেল দারাজে মিলবে ৯৮ টাকায়; আর ৭০ টাকায় এক কেজি মিনিকেট চাল, ১৫৯ টাকায় ১ কেজি বাসমতি চাল। এছাড়া ১৯৯ টাকায় এক কেজি রসুন মিলবে।

আরো থাকবে ৩৩ টাকায় ১ কেজি ইফাদ লবণ, ১০৫ টাকায় ৮ প্যাকেট ইফাদ ইনস্ট্যান্ট নুডলস ও ৩০ টাকায় রয়েছে পুষ্টির এক কেজি আটা।

এছাড়া চা, দুধ, চিনি, ময়দা, মসলাসহ আরো অনেক নিত্য পণ্য থাকছে এই ‘গ্রোসারি মহোৎসবে’। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকবে ১৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।