কোরবানিতে মার্সেলের বিক্রিতে ৬৬ শতাংশ প্রবৃদ্ধি

এবার কোরবানির ঈদে ইলেকট্রনিক্স-ইলেকট্রিক্যাল পণ্য ও হোম অ্যাপ্লায়েন্স বিক্রিতে ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে মার্সেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 05:12 PM
Updated : 23 Sept 2017, 05:12 PM

শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগাস্ট মাসে গত বছরের অগাস্ট মাসের তুলনায় ৬৬ শতাংশ বেশি পণ্য বিক্রি হয়েছে।

“৩০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রির লক্ষ্য থাকলেও বিক্রি হয়েছে ৬০ শতাংশ। এছাড়া বিক্রি বেড়েছে এলইডি টেলিভিশন, বিভিন্ন মডেলের এসি ও হোম এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের।”

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, উন্নত প্রযুক্তির ব্যবহার, সাশ্রয়ী দাম, কিস্তিতে ক্রয়ের সুযোগ, সহজলভ্য, আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা ও স্থানীয় আবহাওয়া উপযোগী করে দেশেই তৈরি হয় বলে মার্সেল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে।