সোনার দাম কমেছে

সপ্তাহখানেক আগে বাড়ানোর পর কমানো হয়েছে সোনার দাম, সবচেয়ে ভালো মানের সোনার দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমেছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 02:12 PM
Updated : 19 Sept 2017, 02:46 PM

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকায় বিক্রি হবে।

২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ১১৬ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৯৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হয়।

এ হিসাবে বুধবার থেকে ২২ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম কমবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছু দিন ধরেই সোনার আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে বাজার নিম্নমুখী। এই এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (২ দশমিক ৬৫৪ ভরি) সোনার দাম ৩৫ ডলার কমেছে।

“এ হিসাব করেই আমরা আমাদের স্থানীয় বাজারে সোনার দর কমিয়েছি।”

সর্বশেষ ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকার বেশি বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

১৩ অগাস্ট সব ধরনের সোনার দাম একই হারে বাড়িয়েছিল বাজুস। তার আগে ২৭ জুলাই আরেক দফা বাড়ানো হয়।

সর্বশেষ গত ৮ মে সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা বাড়ানো হয়।

মান

১৪ জানুয়ারি নির্ধারিত দর

৯ ফেব্রুয়ারি নির্ধারিত দর

৮ মে নির্ধারিত দর

২৮ জুলাই নির্ধারিত দর

১৩ অগাস্ট নির্ধারিত দর

১১ সেপ্টেম্বর নির্ধারিত দর

২০ সেপ্টেম্বর নির্ধারিত দর

২২ ক্যারেট

৪৬,০৭৩ টাকা

৪৭,০৬৪ টাকা

৪৫,৮৯৮ টাকা

৪৭,১২২ টাকা

৪৮,৬৩৯ টাকা

৫০,১৫৫ টাকা

৪৮,৯৮৯ টাকা

২১ ক্যারেট

৪৪,০৩২ টাকা

৪৪,৯৬৫ টাকা

৪৩,৮৫৬ টাকা

৪৫,১৯৮ টাকা

৪৬,৪৮১ টাকা

৪৭,৮২২ টাকা

৪৬,৭৭৩ টাকা

১৮ ক্যারেট

৩৮,৪৯১ টাকা

৩৯,৪৮৩ টাকা

৩৮,৬৬৬ টাকা

৩৯,৬৫৭ টাকা

৪০,৮২৪ টাকা

৪১,৯৯০ টাকা

৪১, ১১৬ টাকা

সনাতন পদ্ধতি

২৫,০৭৮ টাকা

২৫,৬৬০ টাকা

২৪,৮৪৪ টাকা

২৫,৬৬১ টাকা

২৬,২৪৪ টাকা

২৬,৮২৭ টাকা

২৬,২৪৪ টাকা।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।