বন্যার্তদের সহায়তায় ব্র্যাক ব্যাংকের ৪৩ লাখ টাকার তহবিল

একদিনের বেতনের টাকা দিয়ে ৪৩ লাখ টাকার তহবিল গঠন করে বন্যা দুর্গতদের সাহায্য করেছেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 01:53 PM
Updated : 18 Sept 2017, 01:53 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তহবিলের মাধ্যমে ব্যাংকের কর্মীরা ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, রংপুর, নীলফামারী, বগুড়া ও রাজশাহী জেলার চার হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণের প্যাকেটের মধ্যে ছিল চাল, পেঁয়াজ, আলু, ডাল, সয়াবিন তেল ও লবণ।

এই বছর ব্র্যাক ব্যাংক বন্যা দুর্গত মানুষদের সাহায়তায় সিএসআর ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন কোটি টাকা দিয়েছে।