ইস্পাহানি মির্জাপুর ‘বাংলাবিদ’র চূড়ান্ত পর্ব শুক্রবার চ্যানেল আইয়ে

শিক্ষার্থীদের বাংলা জ্ঞান সমৃদ্ধ করার প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র চূড়ান্ত পর্বের স্টুডিও রাউন্ড শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 02:50 PM
Updated : 13 Sept 2017, 02:50 PM

প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী শুক্রবার চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে বলে জানানো হয় ইস্পাহানি মির্জাপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭টি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদ্রাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।

পরবর্তীতে সাহিত্য ও ব্যাকরণভিত্তিক প্রশ্ন, মজার বাগধারা, ছবির ধাঁধা, বাজানো পর্ব, উপস্থিত বক্তৃতা, সৃজনশীল লেখনী, সমসাময়িক ছবির ভুলসহ বৈচিত্র্যপূর্ণ নানা প্রতিযোগিতা নিয়ে সাজানো স্টুডিও রাউন্ড শেষ হয়।

এ বছরের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সেরা শিক্ষার্থী পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। ২য় ও ৩য় সেরা পাবে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়া শীর্ষ দশের প্রত্যেকেই পাবে ল্যাপটপ, বইয়ের আলমারি ও বইসহ মোট ৫০ হাজার টাকার মূল্যমানের পুরস্কার সামগ্রী।