বাণিজ্য সম্পর্ক বাড়াতে এফবিসিসিআই ও জর্জিয়া চেম্বারের সমঝোতা

কারিগরি, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জর্জিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 01:30 PM
Updated : 12 Sept 2017, 01:30 PM

মঙ্গলবার এফবিসিসিআই সভাকক্ষে জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়া এবং এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় এফবিসিসিআই নেতারা বাংলাদেশে জর্জিয়ার ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার অনুরোধ জানান।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জর্জিয়া প্রতিনিধিদলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীন ও ভারতের মত তাদেরও বিনিয়োগের আহ্বান জানান।

এফবিসিসিআই পরিচালক শমী কায়সার, মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, বাংলাদেশে জর্জিয়ার রাষ্ট্রদূত আর্চিল জুলিয়াসভিলি, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় দেশগুলোর বিভাগীয় প্রধান নানা গ্যাপরিনডাসভিলি এসময় উপস্থিত ছিলেন।