বৃহস্পতিবার ঢাকায় ‍শুরু ডেটা সেন্টার প্রযুক্তিবিষয়ক সম্মেলন

ডাটা সেন্টার প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্বায়নে কার্যকরী ভূমিকা রাখার লক্ষ্যে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ডাটা সেন্টার টেকনোলজিস সামিট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 01:45 PM
Updated : 11 Sept 2017, 01:45 PM

নয়টি দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সম্মেলনের এটি দ্বিতীয় আসর।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘ডেটা সেন্টার টেকনোলজি সামিট অ্যান্ড গ্রিন ডেটা সেন্টার কনফারেন্স’।

সোমবার রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ভারত, শ্রীলংকার অংশগ্রহণে এবারের সম্মেলনে অংশ নিচ্ছে।

সম্মেলনে ডেটা সেন্টার বিশেষজ্ঞদের উপস্থিতিতে মোট সেশন হবে ৫৯টি। এছাড়াও অর্ধশতাধিক সেমিনারও থাকবে।

সংবাদ সম্মেলনে অ্যাসোরে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মানষ কুমার মিত্র,  ডাটা সেন্টার প্রোফেশনাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ, ইউনিভার্সিটি আইটি ফোরামের সভাপতি ও সাইবার সিকিউরিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজিমুল হক ও সার্ক লিমিটেডের চেয়ারম্যান জোসেফ বি ইউলিসিফ উপস্থিত ছিলেন।