দিনাজপুরে বন্যার্তদের জন্য শাহজালাল ব্যাংকের ত্রাণ

দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 02:13 PM
Updated : 23 August 2017, 02:13 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জেলার গণেশতলার কেবিএম কলেজ আশ্রয় কেন্দ্র ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখা ব্যবস্থাপক চৌধুরী মো. শহীদুল্লাহ্ বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ সামগ্রী হিসেবে বিস্কুট, পাউরুটি চিড়া, মুড়ি, স্যালাইন এবং আনুষাঙ্গিক বিভিন্ন জিনিসপত্র দেওয়ার কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ সময় অন্যদের মধ্যে দিনাজপুর চাউল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ, স্থানীয় কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল উপস্থিত ছিলেন।