দারাজের সঙ্গে ঢাকা ব্যাংকের চুক্তি

গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে ঢাকা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2017, 01:56 PM
Updated : 23 August 2017, 01:56 PM

বুধবার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা ব্যাংকের ধানমণ্ডি শাখার রিটেল বিজনেস কার্যালয়ে এই চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

ঢাকা ব্যাংকের এস ভি পি ও হেড অফ কার্ডস এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি সইয়ের ফলে ঢাকা ব্যাংকের “০% SWIPE IT” অফারের আওতায় ওই ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইনস্টলমেন্ট সুবিধা পাবেন।

চুক্তি অনুযায়ী ঢাকা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা দারাজ থেকে ১০ হাজার টাকার বেশি দামে কেনা পণ্যের ক্ষেত্রে ৩ মাস এবং ১২ মাসে ০% সুদে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে ফ্যাশন এবং গ্রোসারি পণ্য এই চুক্তির আওতার বাইরে থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এস ই ভি পি ও হেড অফ রিটেল ব্যাংকিং শাফকাতুল হোসাইন, এস ভি পি সাদ ম. মাহমুদ, এফ ভি পি তাহসিন তাহের, দারাজ বাংলাদেশের অ্যাকাউন্টস ও ফাইন্যান্স ম্যানেজার নাজিম আহমেদ, ক্যাটাগোরি ম্যানেজার জিশান সুলতান উপস্থিত ছিলেন।