কমওয়ার্ড স্বর্ণপদক পেলো বেঞ্চমার্ক পিআর

বাংলাদেশ ‘ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘কমওয়ার্ড’র এবারের আসরে ‘পিআর’ (জনসংযোগ) শ্রেণিতে স্বর্ণপদক পেয়েছে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 07:05 PM
Updated : 20 August 2017, 07:05 PM

ঢাকায় মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের কার্যক্রম চালুর জন্য জনসংযোগ কার্যক্রমে ‘বিশেষ অবদান’ রাখায় প্রতিষ্ঠানটিকে এ পুরষ্কার দেওয়া হয় বলে রোববার বেঞ্চমার্কের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়- উবারের ব্যাপারে গণমাধ্যমের আগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জোরালো উৎসাহ ছিল।

“ঢাকার রাস্তায় গুরুত্বপূর্ণ কিছু আসছে ভেবে সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। শেষ পর্যন্ত গত বছরের ২২ নভেম্বর সম্পূর্ণ নতুন ধারার মিডিয়া কাভারেজের মাধ্যমে উবার ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়। জনসংযোগকে নতুনভাবে সংজ্ঞায়িত করে বেঞ্চমার্ক পিআর তার সেবাকে নতুন উচ্চতায় উন্নীত করেছে।”

জানতে চাইলে বেঞ্চমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার বলেন, “আমরা কনটেন্ট ও সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি ব্যবহারের মাধ্যমে স্টেকহোল্ডার ও মিডিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন ব্রান্ড, কর্পোরেট ও উদ্দেশ্যকে অধিকতর কার্যকরভাবে উপস্থাপন করি।

“উবার এমন একটি ব্রান্ড, যা আমাদের কার্যক্রমকে পরবর্তী ধাপে নিয়ে যেতে উৎসাহ দিয়েছে।”