ঢাকায় লাফার্জের সেমিনার

টেকসই উন্নয়নে মানসম্মত কনক্রিটের ভূমিকা শীর্ষক একটি সেমিনার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 05:43 PM
Updated : 17 August 2017, 05:43 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘কোয়ালিটি কংক্রিট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

সেমিনারে সূচনা বক্তব্যে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা কোম্পানির লক্ষ্য ও বিশেষত্ব তুলে ধরেন।

পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাফার্জ হোলসিম সিঙ্গাপুরের টেকনিক্যাল এক্সপার্ট পিটার ডবরি।

সেমিনারে বক্তব্য রাখেন কনক্রিট বিশেষজ্ঞ অ্যাডোবি অফ কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম শামীম জেড বসুনিয়া। অনুষ্ঠানে এই খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।