কমওয়ার্ডের ৭ম আসর ১৯ অগাস্ট

ব্যবসা ও বিপণনে সৃজনশীল যোগাযোগের উদ্যোগ ‘কমওয়ার্ডে’ এবার ১৭টি শ্রেণিতে বিভিন্ন প্রচারণামূলক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 06:13 PM
Updated : 13 August 2017, 06:13 PM

আগামী ১৯ অগাস্ট রাজধানীর একটি হোটেলে কমওয়ার্ডের ৭ম আসর বসবে বলে রোববার আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি এ অনুষ্ঠানের যৌথ আয়োজক।  

প্রতি বছর দেশের ‘সবচেয়ে ভালো’ বাণিজ্যিক যোগাযোগ প্রচারণাকে স্বীকৃতি জানায় কমওয়ার্ড।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সবচেয়ে সৃজনশীল ও কার্যকর প্রচারণামূলক বিজ্ঞাপনগুলোকে মনোনীত করতে প্রতি বছর বিজ্ঞাপনী সংস্থা, জনসংযোগ প্রতিষ্ঠান, প্রোডাকশন হাউস এবং বহুজাতিক কোম্পানিগুলোর ক্রিয়েটিভ বিভাগকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়।

মোট ১৭টি শ্রেণিতে ৪৩টি এজেন্সি থেকে এ বছর ৩৫৫টি মনোনয়ন পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, কমওয়ার্ডের গত বছরের আসরে ২৫টি শ্রেণিতে পুরস্কৃত করা হলেও এবার ১১টি শ্রেণি বাদ দিয়ে নতুন তিনটি শ্রেণি যোগ করা হয়েছে।

এগুলো হল- জনসংযোগ, বেস্ট ইউজ অফ আইডিয়া এবং বেস্ট ক্যাম্পেইন বাই নিউ এজেন্সি।