৫০ কেজির ঘোষণা দিয়ে আমদানি ২৫ টন

বেনাপোলে৫০ কেজি লুব্রিকেন্ট আমদানির ঘোষণা দিয়ে২৫ হাজার কেজির বেশি গ্রিজ আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 04:47 AM
Updated : 10 August 2017, 05:06 AM

নারায়ণগঞ্জের মোহাম্মদী স্টিল ওয়ার্কসের নামে আমদানি করা পণ্যচালানটি বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট গণি অ্যান্ড সন্স খালাশের চেষ্টা করছিল।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক সাদেক হোসেন জানান,বুধবার শুল্ক গোয়েন্দা ও শুল্কভবনের প্রতিনিধির উপস্থিতিতে চালানটি পরীক্ষা করা হয়।

“আমদানিকারকের ঘোষণায় ৫০ কেজি লুব্রিকেন্টের কথা থাকলেও পাওয়া গেছে ২৫ টন ২০ কেজি গ্রিজ। একই সঙ্গে ২০০ কেজি ট্রান্সফরমার অয়েল আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে ৮৩৬ কেজি।আটক এসব পণ্যের মূল্য প্রায় দুই কোটি টাকা।আর শুল্ক ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকা।”

বেনাপোল শুল্কভবনের কমিশনার শওকাত হোসেন জানান, “খালাশ কাজে যেসব শুল্ক কর্মকর্তা সহায়তা করেছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই সিঅ্যান্ডএফ এজেন্ট গনি অ্যান্ড সন্সের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।”

জড়িত শুল্ক কর্মকর্তাদের নাম প্রকাশ করেননি তিনি।