আইএফসি-প্রাইম ব্যাংক ৫০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন ঋণচুক্তি করেছে প্রাইম ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2017, 01:54 PM
Updated : 7 August 2017, 01:54 PM

এই ঋণের মাধ্যমে প্রাইম ব্যাংক বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যানসিয়াল ইনস্টিটিউশন গ্রুপের ব্যবস্থাপক আরিয়েন ডি লরিও ঋণ চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, রাহেল আহমেদ, তৌহিদুল আলম খান, সৈয়দ ফরিদুল ইসলাম ও আইডি বিভাগের প্রধান ইভিপি হাসানুল জাহেদ এবং আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যানসিয়াল ইনস্টিটিউশন গ্রুপের হাব লিডার হ্যান্স জে প্যারিস, জ্যেষ্ঠ বিনিয়োগ কর্মকর্তা এহসানুল আজিম, বিনিয়োগ কর্মকর্তা তাহসিনা মোহসিন এবং সহযোগী বিনিয়োগ কর্মকর্তা ফারজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।