৮টি পাট ও বস্ত্রকল ফের সরকারের অধীনে

হস্তান্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং উৎপাদন বন্ধ রাখায় আটটি পাট ও বস্ত্রকল পুনরায় নিজেদের অধীনে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাটকল এবং চারটি বস্ত্রকল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 05:28 PM
Updated : 27 July 2017, 05:28 PM

বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়েছে।

এগুলো হচ্ছে- নরসিংদীর পলাশের ফৌজি চটকল জুট মিলস লিমিটেড, মাদারীপুর টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলস লিমিটেউ, চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস ও ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলস, ঢাকা জুট মিলস লিমিটেড এবং গাউছিয়া জুট মিলস লিমিটেড।

পুনঃগ্রহণের কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বলা হয়, “মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছে, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছে, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে।”

এই পাট ও বস্ত্রকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর চুক্তি অনুযায়ী সরকার, বিজেএমসি, বিটিএমসি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাওনাও পরিশোধ করেনি।

চুক্তির শর্ত ভেঙে মালিকরা কারখানার যন্ত্রপাতি ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রিও করে দেয় বলে তথ্য বিবরণীতে জানানো হয়।