সোনার দর বেড়েছে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রায় তিন মাস পর সোনার দাম বাড়ানো হয়েছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 02:52 PM
Updated : 27 July 2017, 03:09 PM

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে জানায়, শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে।

সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বেড়েছে। শুক্রবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৭ হাজার ১২২ টাকায়, যা বিক্রি হচ্ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকায়।

২১ ক্যারেটের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩৪১ টাকা। এই মানের সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ১৯৮ টাকা, এতদিন যা বিক্রি হচ্ছিল ৪৩ হাজার ৮৫৬ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ৩৮ হাজার ৬৬৬ টাকায়। ভরিতে ৯৯১ টাকা বাড়িয়ে এর দাম ঠিক করা হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা।

মান

২০ নভেম্বর নির্ধারিত দর

৬ ডিসেম্বর নির্ধারিত দর

১৪ জানুয়ারি নির্ধারিত দর

৯ ফেব্রুয়ারি নির্ধারিত দর

৮ মে নির্ধারিত দর

২৮ জুলাই নির্ধারিত দর

২২ ক্যারেট

৪৫,৮৯৭ টাকা

৪৪,৭৯০ টাকা

৪৬,০৭৩ টাকা

৪৭,০৬৪ টাকা

৪৫,৮৯৮ টাকা

৪৭,১২২ টাকা

২১ ক্যারেট

৪৩,৮৫৭ টাকা

৪২,৬৯১ টাকা

৪৪,০৩২ টাকা

৪৪,৯৬৫ টাকা

৪৩,৮৫৬ টাকা

৪৫,১৯৮ টাকা

১৮ ক্যারেট

৩৭,৯০৮ টাকা

৩৭,০৩৪ টাকা

৩৮,৪৯১ টাকা

৩৯,৪৮৩ টাকা

৩৮,৬৬৬ টাকা

৩৯,৬৫৭ টাকা

সনাতন পদ্ধতি

২৫,০১৯ টাকা

২৪,০২৮ টাকা

২৫,০৭৮ টাকা

২৫,৬৬০ টাকা

২৪,৮৪৪ টাকা

২৫,৬৬১ টাকা

সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৮১৬ টাকা। প্রতি ভরি ২৪ হাজার ৮৪৪ টাকায় বিক্রি হয়ে আসা এই সোনা শুক্রবার থেকে ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হবে। 

এর আগে গত ৮ মে সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা দাম বাড়ানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।”

তিনি বলেন, “কিছুদিন ধরেই সোনার আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বমুখি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২.৬৫৪ ভরি) সোনা এক হাজার ২৫৮ ডলারে বিক্রি হচ্ছে। মাস খানেক আগে এর দর ছিল এক হাজার ২০০ ডলার।

“এ হিসাবে প্রতি ভরি সোনার দাম আমাদের স্থানীয় বাজারে এক হাজার ৫০০ টাকার বেশি বেড়েছিল। আমরা সে তুলনায় কমই বাড়িয়েছি।”

সমিতি জানিয়েছে, রুপার দর এক হাজার ৫০ টাকায় (প্রতি ভরি) অপরিবর্তিত রয়েছে।