২০ জেলায় গ্রোসারি পণ্যে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে দারাজ

দেশের ২০টি জেলায় চাল, ডাল, মসলা, তেলসহ আরো অনেক পণ্যে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমবিডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 02:24 PM
Updated : 27 July 2017, 02:24 PM

বৃহস্পতিবার দারাজের ‘মাসের বাজার’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে শুরু হয় ‘গ্রোসারি মহোৎসব’।

দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, দিনাজপুর, ফেনীসহ মোট ২০টি জেলায় থাকবে এই ছাড়।

পুষ্টির ১ লিটার সয়াবিন তেল দারাজে মিলবে ৯০ টাকায় । ৫০ টাকায় এক কেজি মিনিকেট চাল, ১৬০ টাকায় ১ কেজি বাসমতি চাল। ৯০ টাকায় দেশি মশুর ডাল, ৯৯ টাকায় এক কেজি রসুন মিলবে এখানে।

আরো থাকবে ২৮ টাকায় ১ কেজি ইফাদ লবণ, ১০৫ টাকায় ৮ প্যাকেট ইফাদ ইনস্ট্যান্ট নুডলস, ২৫ টাকায় রয়েছে পুষ্টির এক কেজি আটা।

এছাড়াও চা, দুধ, চিনি, ময়দা, মসলাসহ আরো অনেক নিত্য পণ্য থাকছে এই ‘গ্রোসারি মহোৎসবে’। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকবে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ই-কমার্সকে ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ আমাদের এই ‘গ্রোসারি মহোৎসব’।

“আগামী ৩ মাস প্রতি ২৭ তারিখে আয়োজন করব গ্রোসারি মহোৎসব। ই-কমার্সের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে দেশব্যাপী সবচেয়ে বড় ক্যাম্পেইন।”