সিঙ্গারের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পণ্য বিক্রি বেড়েছে ২৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 03:47 PM
Updated : 25 July 2017, 03:47 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গারের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত ফলাফলে দেখা গেছে, এই সময়ে বিক্রি বেড়ে ৩ দশমিক ৪ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকের গ্রস মার্জিন ছিল ২৬.৯ শতাংশ, যা বিগত বছরের তুলনায় কিছুটা কম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিঙ্গার পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে কাজ করছে এবং ফলশ্রুতিতে বিজ্ঞাপন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও পরিচালন ব্যয় বিগত বছরের সমান অর্থাৎ বিক্রির ১৫.৭ শথাংশ ছিল।

প্রতিষ্ঠানের কর পরবর্তী মুনাফা বৃদ্ধি পেয়ে ২৪৮.২ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে, অর্থাৎ ২২.৩ শতাংশ এবং সমহারে শেয়ার প্রতি আয়ও বৃদ্ধি পেয়েছে।

বছরের তৃতীয় প্রান্তিকে ঈদুল আজহা উপলক্ষে আরো বেশি রেফ্রিজারেটর বিক্রির লক্ষ্যে সিঙ্গারের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লায়েন্সেস লিমিটেড উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপিএত জানানো হয়েছে।