রাজধানীতে গুগল এনালিটিক্স নিয়ে কর্মশালা

রাজধানীতে গুগল এনালিটিক্সের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 04:18 PM
Updated : 23 July 2017, 04:18 PM

রোববার ই-ক্যাব কার্যালয়ে ‘এনালিটিক্স ফর গুড’ শীর্ষক তিন ঘন্টার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গুগল বিজনেস গ্রুপ সোনারগাঁও (জিবিজি), ই-ক্যাব ও ই-ক্যাব ইয়ুথের যৌথ আয়োজনে এ কর্মশালায় ই-ক্যাব ও ই-ক্যাব ইয়ুথের সদস্যরা অংশ নেন।

কর্মশালায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কে এম সাকিফুল ইসলাম, গ্রাফিকস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার ভূইয়া ও গুগল বিজনেস গ্রুপের সহ-ব্যবস্থাপক এহসানুল হক বক্তব্য দেন।

ই-ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বক্তারা গুগল এনালিটিক্সের মৌলিক জ্ঞান দিয়ে কর্মশালা শুরু করেন এবং পর্যায়ক্রমে এর বিভিন্ন অংশ নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

এছাড়া অ্যাডভান্স গুগল এনালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ই-কমার্স এনালিটিক্স প্রভৃতি বিষয়েও এতে আলোচনা হয়।