৫০০০০ টন চাল আমদানির প্রস্তাবে ক্রয় কমিটির অনুমোদন

দুবাইয়ের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক দরপ্রস্তাবে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 01:01 PM
Updated : 14 August 2017, 01:01 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ২০১৬-১৭ অর্থবছরের চতুর্থ প্যাকেজের আওতায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এই ৫০ হাজার মেট্রিক টন ‘নন-বাসমতি’ চাল কেনা হবে।

প্রতি টন ৪৩০ মার্কিন ডলার দরে ৫০ হাজার টন সিদ্ধ চাল কিনতে ১৭৮ কোটি ৪৫ লাখ টাকা খরচ হবে। দুবাইয়ের মেসার্স ফিনিক্স গ্লোবাল ডিএমসিসি এই চাল সরবারহ করবে বলে অতিরিক্ত সচিব জানান।

এবার বোরো মৌসুমে আগাম বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণের কারণে মজুদ কমে আসায় সরকার গত জুন মাসে জরুরি ভিত্তিতে ছয় লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়।

এর মধ্যে জুন মাসে দুই লাখ টনের টেন্ডার আহ্বান করা হয়। বাকি চার লাখ টনের দরপত্র জুলাই মাসের মধ্যেই হবে বলে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে সে সময় জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ জুলাই পর্যন্ত সরকারি গুদামগুলোতে এক লাখ ৭৭ হাজার টন চাল রয়েছে। গতবছর একই সময়ে মজুদের পরিমাণ সাত লাখ টনের কাছাকাছি ছিল।

বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট, মহিপুর, কৈলাশগঞ্জ, শংকরদহ, কাকিনা সড়কে তিস্তা নদীর উপর নির্মাণাধীন ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মোস্তাফিজুর জানান, ১২১ কোটি ৬৫ লাখ টাকার মূল চুক্তি থাকলেও ব্যয় ২ কোটি ২০ লাখ টাকা বেড়ে এখন ১২৩ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর উপর ৯৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গৃহীত ৯৫০ মিটার ধরলা সেতু নির্মাণ কাজের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

নতুন করে চার কোটি ৬৯ লাখ টাকা ব্যয় বেড়ে এই প্রকল্পে এখন ১৯৬ কোটি ৪৫ লাখ টাকা খরচ হবে। মূল চুক্তি ছিল ১৯১ কোটি ৭৪ লাখ টাকার।

মোস্তাফিজুর জানান, বিআইডব্লিউর বাস্তবায়নাধীন ‘২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জাম সংগ্রহ’ প্রকল্পের আওতায় পাঁচটি ২০ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোট এবং পাঁচটি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোটসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।

সর্বনিম্ন দরদাতা হিসেবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ৫১৪ কোটি ৪২ লাখ টাকায় পাঁচটি ২০ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোট এবং ৪৬২ কোটি ৫১ লাখ টাকায় পাঁচটি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার, ক্রেনবোটসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করবে।

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় ২৬ হাজার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। ভারতের তোশিবা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিডেট দুই লটে ১৮২ কোটি ৯১ লাখ টাকায় এসব ট্রান্সফরমার সরবারহ করবে।

অতিরিক্ত সচিব জানান, ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় কনডাকটর, এসিএসআর কেনার একটি প্রস্তাবও ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। পাঁচটি লটে চারটি প্রতিষ্ঠান ৩৪৬ কোটি ৪৯ লাখ টাকায় এসব যন্ত্রপাতি সরবারহ করবে।

এ প্রকল্পের আওতায় ২৩ হাজার ২১০টি ডিস্ট্রিবিউশন টান্সফরমার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। সর্বনিম্ন দরদাতা হিসেবে বাংলাদেশের টিএস ট্রান্সফর্মাস লিমিটেড ১৭০ কোটি ২৫ লাখ টাকায় এসব যন্ত্রপাতি সরবারহের কাজ পেয়েছে।

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় ১ লাখ ১৫ হাজার ৪২০টি এসপিসি পোল কেনার প্রস্তাব ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।

জিমকন লিমিটেড ও শেলটেক টোকনোলজিস লিমিটেড দুই লটে ২২৩ কোটি ৮৬ লাখ টাকায় এসব খুঁটি সরবরাহ করবে।

‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২’ প্রকল্পের একটি সাব-প্যাকেজের আওতায় দুটি লটে দুটি ৩৩/১১ কেভি সাব-স্টেশন নির্মাণের প্রস্তাব এদিন অনুমোদন পেয়েছে।

মেসার্স এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১৯ কোটি ১ লাখ ৩৪ হাজার টাকা করে একেকটি সাব-স্টেশন নির্মাণের কাজ পেয়েছে।

এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র ‘এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি’র অর্থায়নের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে মোস্তাফিজুর রহমান জানান।