ম্যারিকোর এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2017, 10:40 AM
Updated : 18 July 2017, 10:40 AM

রাজধানীর র‌্যাডিসন হোটেলে সোমবার এই সভা হয় বলে কোম্পানিটির এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌগত গুপ্ত সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক নবীন পান্ডে, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে সঞ্জয় মিশ্রা, ভিভেক কারভি এবং স্বতন্ত্র পরিচালক মিস রোকিয়া আফজাল রহমান, মাসুদ খান ও আশরাফুল হাদিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা করে) অনুমোদন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে কোম্পানির গত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ (প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৫ টাকা) ঘোষণা ও বিতরণ করা হয়েছে।

ফলে চলতি ২০১৭ সালের ৩১ মার্চে সমাপ্ত অর্থবছরে ম্যারিকো অনুমোদিত মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ শতাংশ (প্রতি শেয়ারে ৫০ টাকা)।

সভায় সৌগত গুপ্ত কোম্পানির কার্যক্রম তুলে ধরে বলেন, এ অর্থবছরে ম্যারিকো কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ১৪৪ কোটি টাকা। মোট আয় হয়েছিল ৬৯২ কোটি টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএসের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা।