ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সেমিনার

কর্পোরেট গ্রাহকদের জন্য সম্প্রতি ‘আন্তর্জাতিক বাণিজ্য: ঝুঁকি, কাস্টমস, ভ্যাট ও কর আইন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 06:19 PM
Updated : 17 July 2017, 06:19 PM

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনায় দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ১০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন দিক, ঝুঁকি, কাস্টমস, ভ্যাট ও কর আইনের সর্বশেষ তথ্য সম্পর্কে এ আলোচনা থেকে অংশগ্রহণকারীরা  ধারণা পেয়েছেন।

বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক শাহ মো. আহসান হাবীব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি সৈয়দ মুশফিকুর রহমান আলোচনার দুটি পর্ব পরিচালনা করেন।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমাদ চৌধুরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং ট্রেড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জাবেদুল আলম আলোচনায় অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।