এনসিসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালে শেয়ারধারীদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 04:12 PM
Updated : 17 July 2017, 04:12 PM

সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ৩২তম সাধারণ সভায় সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এতে বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম সভায় সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দীন মোনেম, বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার, এম এ আউয়াল, সোহেলা হোসেন, আমজাদুল ফেরদৌস চৌধুরী, ইয়াকুব আলী মন্টু ও কে এ এম হারুন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ সভায় অংশ নেন।

এছাড়া বেসরকারি এই ব্যাংকটির অনেক শেয়ারধারী সভায় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।