ফিরোজ আহমেদ লংকাবাংলার ডিএমডি

ফিরোজ আহমেদ খান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 01:52 PM
Updated : 15 July 2017, 01:52 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ।

এর আগে ফিরোজ আহমেদ খান ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ছিলেন।

তিনি ২০০০ সালের মার্চ মাসে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এএনজেড গ্রিনলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ১৬ বছরের পেশাগত জীবনে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগে প্রধান অর্থ কর্মকর্তা ছিলেন।

তিনি ফাইন্যান্সিয়াল ফোরাম বাংলাদেশ এবং ফিনোভা টেকনোলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা।

ফিরোজ আহমেদ খান মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এমবিএ ডিগ্রি অর্জন করেন।