ওয়ালটনের গেমিং কিবোর্ড-মাউস বাজারে

কম্পিউটার বা ল্যাপটপে যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য ওয়ালটন নিয়ে এলো গেমিং কিবোর্ড ও মাউস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:07 PM
Updated : 30 Nov 2017, 01:04 PM

বৃহস্পতিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর গেমিং কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন।

স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড।

এছাড়া সব ধরনের ইউএসবিযুক্ত ডিভাইস সাপোর্ট করবে ওয়ালটনের কিবোর্ড ও মাউস।

ওয়ালটনের পণ্য ব্যবস্থাপক (ল্যাপটপ) মোহাম্মদ আবুল হাসনাত জানান, ওয়ালটন প্রাথমিকভাবে বাজারে ছেড়েছে দুই মডেলের গেমিং কিবোর্ড ও মাউস।

ওয়ালটন কিবোর্ডে রয়েছে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি করে বাটন। উচ্চমানের এই কিবোর্ডে একসঙ্গে ১৯টি বাটন কাজ করে।

WKG001WB মডেলের গেমিং কিবোর্ডে রয়েছে তিনটি ভিন্ন রঙের ব্যাকলাইট। সাদা বাটনের এই কিবোর্ডের দাম এক হাজার ৫৫০ টাকা।

১০টি মাল্টিমিডিয়া বাটন সমৃদ্ধ WKG002WB মডেলের কিবোর্ডটির দাম ১০৫০ টাকা।

ওয়ালটনের এলইডি গেমিং মাউসের মধ্যে রয়েছে দুটি মডেল। এর একটি WMG001WB। ৭ডি বাটনসমৃদ্ধ তিনটি ব্যাকলাইট কালারের এই মাউসের দাম ৫৯০ টাকা।

ডিপিআই ৮০০/১২০০/১৬০০ সমৃদ্ধ মাউসটির বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, স্ক্রলিং, ডিপিআই, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এবং ফায়ারএক্স২। ব্যবহারকারী তার প্রয়োজন মতো ডিপিআই পরিবর্তন করে নিতে পারবেন।

WMG002WB মডেলের অন্য গেমিং মাউসটির দাম ৫৫০ টাকা।

৬ডি বাটনসমৃদ্ধ এই মাউসের ডিপিআই ৬০০/৮০০/১২০০/১৬০০। এর বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, স্ক্রলিং, ডিপিআই, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড।

এছাড়াও ওয়ালটন বাজারে ছেড়েছে দুই মডেলের স্ট্যান্ডার্ড কিবোর্ড। সিল্ক প্রিন্টিং ও ইউভি কোটিংয়ের কিবোর্ড দুটির একটির বাটনসংখ্যা ১০৪। যার দাম ৪৯০ টাকা। মিনি কি-বোর্ডের অন্য মডেলটির বাটনসংখ্যা ৮৮। দাম ৩৯০ টাকা।

WMS003RN মডেলের ২.৪জি ওয়্যারলেস মাউস। স্ক্রল হুইল ও ৫টি বাটনের এই মাউসটি ১০ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে। দাম মাত্র ৪৯০ টাকা।

এছাড়া সাধারণ মাউস পাওয়া যাচ্ছে ২৭০ ও ২২০ টাকায়। সব মডেলের কি-বোর্ড ও মাউসে থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

দেশের সব ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে এসব কিবোর্ড ও মাউস।