এলইডি বাতিকে উৎসাহিত করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 11:20 AM
Updated : 13 July 2017, 11:20 AM

বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের নির্মাণ ও গৃহসজ্জা শিল্পের চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী পর্বে একথা বলেন তিনি।

এ চার প্রদর্শনীর মধ্যে ‘বাংলাদেশ লাইটিং এক্সপো ২০১৭’ শিরোনামে লাইটিং বিষয়ক একটি প্রদর্শনী রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে বিদ্যুৎ সাশ্রয়ের অন্যতম মাধ্যম এলইডি লাইটের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “গত বাজেটে এলইডিকে প্রমোট করতে উদ্যোগ নিয়েছি আমরা। এলইডি বাতি আমদানিতে শুল্ক কমানো হয়েছে।

“দেশীয় ম্যানুফ্যাকচারারদেরও বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার।”

লাইটিং এক্সপোতে এলইডি বাতি, ইন্ডাস্ট্রিয়াল লাইট, স্ট্রিট লাইট, প্যানেল, সোলার প্যানেল, এলইডি টিউবলাইট ছাড়াও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে এসেছে দেশ বিদেশি কোম্পানিগুলো। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ছাড় ও অফার।

প্রদর্শনীতে অংশ নেওয়া এডিএন গ্রুপের সিসটার কনসার্ন ইনজেন টেকনোলজির বিক্রয় ব্যবস্থাপক একেএম রবিউল ইসলাম জানান, ইলেক্ট্রেক পণ্যের বিশ্বখ্যাত ব্র্যান্ড হ্যাভেলসের বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে প্রদর্শনীতে অংশ নিয়েছেন তারা।

বাসা বাড়ি, অফিস, সড়কের পাশে বসানোর মতো বিভিন্ন আকারের এলইডি বাতি ও টিউব লাইট রয়েছে ইনজেন টেকনোলজির।

প্রদর্শনী উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে জানিয়ে রবিউল বলেন, ৪২৫ টাকা মূল্যের ১৫ ওয়াট এবং ৩২০ টাকা মূল্যের ১০ ওয়াটের দুটি এলইডি বাতি প্রদর্শনীতে একসঙ্গে বিক্রি হচ্ছে মাত্র ৪৯৯ টাকায়।

এছাড়া কম্বো প্যাকেজে ১৫ ওয়াটের দুটি এবং ১০ ওয়াটের দুটি বাতি একসঙ্গে ৯৯৯ টাকায় দেওয়া হচ্ছে। এতে ৪৮৯ টাকা ছাড় পাচ্ছেন ক্রেতারা। এছাড়া প্রদর্শনীতে সব ধরনের পণ্যে দেওয়া হচ্ছে ৩০ শতাংশ ছাড়।

লাইটিং প্রদর্শনী ছাড়াও ‘তৃতীয় বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, ‘বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’ এবং ‘দ্বিতীয় ইন্টেরিয়র এক্সটেরিয়র এক্সপো ২০১৭’ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রাউহুল আমিন, জেট হোল্ডিংস বাংলাদেশের ইমপোর্ট অ্যান্ড এডমিনের এজিএম তাজুল ইসলাম, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আখতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনারস অ্যাসোসিয়েশনের  চেয়ারম্যান সেলিম এইচ রহমান, ঢাকায় ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার আদর্শ স্বায়িকা উপস্থিত ছিলেন।