সরকারের ব্যাংকঋণ সীমার মধ্যে থাকবে: প্রধানমন্ত্রী

বাজেট বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ছাড়াবে না বলে বেসরকারি খাতকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 12:15 PM
Updated : 28 June 2017, 12:29 PM

বরাবরেই সরকার ঋণের লক্ষ্যমাত্রা অতিক্রম করে যাওয়ায় বেসরকারি খাতের উদ্বেগ প্রকাশের মধ্যে বুধবার সংসদে বাজেট আলোচনায় এই আশ্বাস দেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, সরকারের ঋণের যে সীমা, তার মধ্যেই থাকবে।

“বাড়তি ঋণ সরকার নেবে না, ফলে আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমি কথা দিতে পারি। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

২০১৭-১৮ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রায় সোয়া লাখ কোটি টাকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা ধারের লক্ষ্য ঠিক করেছে সরকারকে। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে ২৮ হাজার ২০৩ কোটি টাকা।

বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছিল সরকার।

সঞ্চয়পত্র থেকে ঋণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬৯ হাজার ৯০৩ কোটি টাকা করা হয়।

পরে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্য মূল বাজেটের ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা থেকে কমিয়ে ২৩ হাজার ৯০৩ কোটি টাকায় নামিয়ে আনা হয় সংশোধিত বাজেটে।